بسم الله الرحمن الرحيم
ভূমিকা
মানব সমাজে শান্তি ও শৃংখলা বিনষ্টকারী দু’টি দুরারোগ্য ব্যাধির নাম ‘হিংসা ও অহংকার’। দুনিয়াবী কোন ঔষধ দিয়ে এ দু’টি রোগ সারানোর কোন উপায় নেই। উক্ত দু’টি বিষয়ে মাসিক আত-তাহরীক-এর দরসে হাদীছ (১৬/৮ সংখ্যা মে ২০১৩) ও দরসে কুরআন (১৭/৬ সংখ্যা মার্চ ২০১৪)-এর নিয়মিত কলামে মাননীয় লেখকের দু’টি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধ দু’টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা সম্মানিত লেখকের মাধ্যমে দু’টি নিবন্ধকে একত্রে পরিমার্জিত করে বই আকারে প্রকাশ করলাম। স্বভাবতঃই এতে অনেক কিছুর সংযোজন ও বিয়োজন ঘটেছে। যা বিষয়বস্ত্তটিকে আরও পরিণত করেছে। খোলা মনে পাঠ করলে এর দ্বারা আল্লাহ অনেককে উক্ত ব্যাধি থেকে মুক্তি দিবেন বলে আশা করি।
আল্লাহ মাননীয় লেখক এবং তাঁর পিতা-মাতা ও পরিবারবর্গকে ইহকালে ও পরকালে সর্বোত্তম পারিতোষিক দান করুন- আমীন!
বিনীত, প্রকাশক