করজোড়ে নিবেদন
সম্মানিত ওলামা ও সংশ্লিষ্ট সকলের নিকটে করজোড়ে নিবেদন, আমাদেরকে ভুল বুঝবেন না। একজন মুসলমান হিসাবে দায়িত্বের অংশ মনে করে স্রেফ উম্মতের ইছলাহের উদ্দেশ্যে আমরা উপরের বিষয়গুলি আলোচনায় এনেছি। যাতে আখেরাতে মুক্তির সন্ধানী ভাই-বোনদের পথ চলা সহজ হয়।
إِنْ أُرِيدُ إِلاَّ الْإِصْلاَحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ- (هود ۸۸ )-
[শুকরিয়াসহ গ্রন্থপঞ্জীর নাম: (১) ছালাহুদ্দীন মকবূল আহমাদ প্রণীত زوابع في وجه السنة قديما وحديثا (২) ডঃ মুছত্বফা সাবাঈ প্রণীত السنة ومكانتها في التشريع الإسلامي (৩) ডঃ মুহাম্মাদ বিন আবু শাহবাহ প্রণীত دفاع عن السنة قديما وحديثا (৪) শায়খ আলবানী প্রণীত الحديث حجية بنفسه في العقائد والأحكام (৫) হামূদ বিন আব্দুল্লাহ তাওজীরী প্রণীত القول البليغ في التحذير من جماعة التبليغ (৬) শায়খ ইসমাঈল গুজরানওয়ালা প্রণীত حجيت حديث (৭) মাওলানা আব্দুর রঊফ নেপালী প্রণীত صيانة الحديث (৮) তাবেশ মাহদী রচিত تبليغي نصاب ايك مطالعہ (৯) আব্দুর রহমান উমরী প্রণীত تبليغي جماعة اور اس كا نصاب (১০) মাওলানা মওদূদী রচিত تفهيمات، خطبات (১১) মাওলানা যাকারিয়া প্রণীত فضائل أعمال ও تبليغى نصاب এবং আনুষঙ্গিক অন্যান্য গ্রন্থাবলী।]
سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ - اللهُمَّ اغْفِرْلِى وَلِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الحِسَابُ-
সমাপ্ত