দাওয়াত ও জিহাদ
হক ও বাতিল পন্থীদের চারটি স্তর
হক ও বাতিল পন্থীদের মধ্যে সাধারণতঃ চারটি স্তর দেখা যায়। (১) যিনি হক বুঝেন কিন্তু হক অনুযায়ী আমলে অলসতা করেন (২) যিনি হক বুঝেন ও হক অনুযায়ী আমল করেন। কিন্তু হক-এর দাওয়াত দিতে অলসতা করেন (৩) যিনি হক বুঝেন, সে অনুযায়ী আমল করেন, হক-এর দাওয়াত দেন, কিন্তু হক-এর জন্য জিহাদ করবার সৎসাহস নেই (৪) যিনি হক বুঝেন, সে অনুযায়ী আমল করেন, হক-এর দাওয়াত দেন এবং যে কোন মূল্যে হক প্রতিষ্ঠার জন্য জান-মাল নিয়ে জিহাদ করেন।
বাতিল পন্থীদের মধ্যেও উপরোক্ত চারটি স্তর রয়েছে।
এক্ষণে আল্লাহর পথে দা‘ঈর দায়িত্ব হবে এই যে, তিনি একজন বাতিলপন্থীকে শুরুতে ১ম স্তরের হকপন্থী হবার দাওয়াত দিবেন। অতঃপর ধীরে ধীরে তাকে ৪র্থ স্তরে উন্নীত করার চেষ্টা নিবেন। এজন্য যেসব কষ্ট ও মুছীবতের সম্মুখীন হ’তে হবে, তা তাকে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে হাসিমুখে বরণ করে নেবার উপদেশ দিবেন। সামান্য একজন নারী বা পুরুষের ভালবাসা পাওয়ার জন্য মানুষ যেখানে সর্বস্ব ত্যাগ করতে পারে, সেখানে আল্লাহর ভালবাসা পাওয়ার জন্য তাকে অবশ্যই সর্বাধিক ত্যাগ স্বীকারের জন্য প্রস্ত্তত থাকতে হবে।