সারকথা
আসুন পাঠক! আমরা আহলেহাদীছগণের আকীদা ও আমলগুলি, যাহা উপরে বর্ণিত হইয়াছে, সংক্ষেপে পুনরালোচনা করিয়া বিদায় গ্রহণ করি। আহলেহাদীছগণের আকীদা, আমাদের মাযহাবী দল চতুষ্টয়ের আকীদার সহিত মিলাইয়া, সতর্কতার সহিত তুলনা মূলক বিচার করিয়া আমরা প্রায়ই অভিন্ন পাইয়াছি এবং সেই স্বর্ণযুগের আছহাবুল হাদীছ বা আহলেহাদীছ দল হইতেই যে আমাদের এই আহলে-সুন্নত ওয়াল-জামা‘আতের দাবীদার দল চতুষ্টয় উৎপন্ন হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত হইয়া পড়িয়াছে, নিরপেক্ষ বিচারের খাতিরে ইহা আমরা স্বীকার করিতে বাধ্য হইতেছি এবং জুযয়ী মাসআলাতেও তাহাদের কার্যকলাপ আমরা যেরূপ পাইয়াছি, তাহাও আমরা স্থিরভাবে আলোচনা করিয়া দেখিয়াছি যে, আমাদের মাযহাবী দলের অধিকাংশ শ্রদ্ধেয় ইমাম ও আমাদের হানাফী মাযহাবের অধিকাংশ মনীষীগণ এমন কি ছূফিয়ানে কেরামও তাহা সমর্থন ও সর্বান্তঃকরণে পালন করিয়াছেন। এমতাবস্থায় তাহাদিগকে অন্যায়ভাবে লা-মাযহাবী, ওয়াহহাবী ইত্যাদি বলিয়া বিদ্রুপ করা, তাহাদের প্রতি ঘৃণার ভাব পোষণ করা, তাহাদের ছালাত দেখিয়া নাসিকা কুঞ্চিত করা, তাহাদের পশ্চাতে ছালাত না পড়া, অজ্ঞাতভাবে ছালাতে যোগ দিয়া পরে আহলেহাদীছ ইমাম জানিতে পারিয়া আল্লাহর নির্দেশ উপেক্ষা করতঃ জামা‘আত পরিত্যাগ করিয়া চলিয়া যাওয়া ও ছালাত দোহরাইয়া পড়া, এমন কি নিষ্ঠুরভাবে তাহাদিগকে আল্লাহর ঘর মসজিদ হইতে বিতাড়িত করা ইত্যাদি গর্হিত কার্যগুলি আমাদের ন্যায় আহলে-সুন্নত ওয়াল-জমা‘আতের দাবীদার ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে কদাচ শোভনীয় হইবে না।
অতএব আমাদের অন্তর হইতে এই দূষিত ও ঘৃণিত মনোভাব গুলি চিরদিনের জন্য বিদূরিত করতঃ সংখ্যালঘিষ্ঠ দল হইলেও তাহারা সেই স্বর্ণযুগের আদি ও অখন্ড সত্য সনাতন আহলে-সুন্নত ওয়াল-জামা‘আত বা আছহাবুল হাদীছ দল বিধায়, তাহাদিগকে সর্বান্তঃকরণে শ্রদ্ধা জ্ঞাপন ও তাহারাই আমাদের আদিপুরুষ ও অতি আপনার দরদী জন মনে করিয়া অকৃত্রিম ভালবাসা ও সৌহার্দ্য প্রদান করিলে, সরওয়ারে দোজাহান হযরত মুহাম্মাদ মোছতফা (ছাঃ)-এর চির আশীর্বাদ ভাজন তো হইবই, উপরন্তু এই শতধা বিভক্তির যুগে আল্লাহর নির্দেশ মতে তাহাদিগকে অমিয় ভ্রাতৃবন্ধনে আবদ্ধ করতঃ আমাদের অতীত গৌরব অখন্ড ও অপ্রতিহত মুসলিম বাহিনীর পুনর্গঠন করিলে যে আল্লাহর অফুরন্ত রহমত লাভ করিতে পারিব, ইহাই আমার ব্যথিত প্রাণের করুণ আর্তনাদ ও আকুল আহবান। আর ইহাই আমার সহৃদয় ও দরদী পাঠক-পাঠিকাকে সশ্রদ্ধ উপহার দিয়া আজিকার মত বিদায় গ্রহণ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
سبحانك اللهم وبحمدك أشهد أن لآ إله إلا أنت أستغفرك وأتوب إليك، اللهم اغفرلي ولوالدى وللمؤمنين يوم يقوم الحساب-