এক নযরে আহলেহাদীছ (أَهْلُ الْحَدِيْثِ فِيْ لَمْحَةٍ)
১. আহলেহাদীছ কে? (أَهْلُ الْحَدِيْثِ مَنْ هُوَ؟)
যিনি সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসারী।
اَلَّذِيْ يَتَّبِعُ الْقُرْآنَ وَالسُّنَّةَ الصَّحِيْحَةَ فِي جَمِيْعِ نَوَاحِي الْحَيَاةِ مِنْ غَيْرِ شَرْطٍ-
২. আহলেহাদীছ আন্দোলন কী? (حَرَكَةُ أَهْلِ الْحَدِيْثِ مَا هِيَ؟)
هَذِهِ حَرَكَةٌ إِسْلاَمِيَّةٌ خَالِصَةٌ مِنْ زَمَنِ الصَّحَابَةِ رَضِيَ الله ُعَنْهُمْ إِلَي يَوْمِنَا هَذَا الَّتِي تَدْعُو النَّاسَ إِلَي الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ الصَّحِيْحَةِ-
ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের মর্মমূলে জমায়েত করার জন্য ছাহাবায়ে কেরামের যুগ হ’তে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম।
৩. আহলেহাদীছ আন্দোলন কেন? (حَرَكَةُ أَهْلِ الْحَدِيْثِ لِمَا هِيَ؟)
حَرَكَةُ أَهْلِ الْحَدِيْثِ مُهِمَّةٌ جِدًّا لِإِهْدَاءِ النَّاسِ إِلَي الْحَقِّ الْخَالِصِ مِنَ الْكِتَابِ وَالسُّنَّةِ الصَّحِيْحَةِ وَلِإِرْتِدَادِهِمْ مِنَ الْمَذَاهِبِ وَالطُّرُقِ وَالْاَرَاءِ الْمُحْدَثَةِ-
নিজেদের রচিত অসংখ্য মাযহাব-মতবাদ, ইযম ও তরীক্বার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ (ছাঃ) প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্যই আহলেহাদীছ আন্দোলনের প্রয়োজন।
৪. আমাদের আহবান (دَعْوَتُنَا)
আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি!!
تَعَالَ نَبْنِ حَيَاتَنَا عَلَي ضُوْءِ الْكِتَابِ وَالْأَحَادِيْثِ الصَّحِيْحَةِ-
---০---
আমরা চাই এমন একটি ইসলামী সমাজ, যেখানে থাকবে না প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ; থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ।
نَرْجُو أَنْ نُقِيْمَ الْمُجْتَمَعَ الْإِسْلاَمِيَّ الْخَالِصَ الَّذِيْ لاَ تَلْبِسُ مَعَهُ الْأَرَاءُ الْأَجْنَبِيَّةُ بِإِسْمِ الْعَصْرِيَّةِ وَ لاَ يَلْبِسُ مَعَهُ التَّعَصُّبُ الْمَذْهَبِيُّ الْمُرَوَّجُ بِإِسْمِ الْإِسْلاَمِ -
*******
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لآ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ، اَللَّهُمَّ اغْفِرْلِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ-
সমাপ্ত