গল্পের মাধ্যমে জ্ঞান
কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতা
কচ্ছপ ও খরগোশ একবার পাহাড়কে সীমানা নির্ধারণ করে দৌড় প্রতিযোগিতা করল। খরগোশ তার দ্রুতগামিতার কারণে রাস্তায় অলসতা করল ও ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ তার মন্থরগতির কারণে রাস্তায় বিশ্রাম না নিয়ে অবিরাম চলতে থাকল। ফলে যথাসময়ে সে গন্তব্যে পৌঁছে গেল। যখন খরগোশ ঘুম থেকে জাগ্রত হ’ল তখন কচ্ছপকে বিজয়ী অবস্থায় দেখতে পেল। অতঃপর সে লজ্জিত হ’ল। কিন্তু তার লজ্জা তাকে কোন ফায়দা দিল না।
শিক্ষা : ছোট বলে কাউকে অবহেলা-অবজ্ঞা করতে নেই।