প্রকাশকের কথা
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও তার অঙ্গ সংগঠন সমূহের সকল মৌলিক বই সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সংস্থা ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত হবে মর্মে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে ইতিপূর্বে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র পক্ষ হ’তে প্রকাশিত অত্র বইটি বর্তমানে হা.ফা.বা.-এর পক্ষ হ’তে প্রকাশিত হ’ল। নিম্নে তাদের লিখিত পূর্বের ভূমিকাটি পুনর্মুদ্রিত হ’ল :
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মরহূম আববাজান বিশেষতঃ দক্ষিণ বাংলায় আহলেহাদীছ আন্দোলনের অগ্রসৈনিক, লেখনী, বক্তৃতা, সাংগঠনিক প্রতিভায় ভাস্বর, আজীবন শিক্ষাব্রতী, অগণিত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অসংখ্য ছাত্রের আদর্শ শিক্ষক, উদার ও মহানুভব চরিত্রের অধিকারী, বহু গ্রন্থ প্রণেতা বিশেষতঃ ‘বঙ্গানুবাদ খুৎবা’-র খ্যাতনামা লেখক ও সংকলক জনাব মাওলানা আহমাদ আলীর অন্যতম অবদান হ’ল ‘আক্বীদায়ে মোহাম্মাদী বা মাযহাবে আহলেহাদীছ’।
বইটি আকারে ছোট হ’লেও গুরুত্বে অপরিসীম। এর রচনাভঙ্গি নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। আহলেহাদীছ আক্বীদার উপরে যুক্তিগ্রাহ্য ও মধুর ভাষায় লিখিত এই সংক্ষিপ্ত আলোচনাটি যেকোন নিরপেক্ষ পাঠকের হৃদয় আকর্ষণ করে। বাংলাদেশে নিযুক্ত (তৎকালীন) সঊদী মাব‘ঊছ শায়খ আব্দুল মতীন সালাফী বইটির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘আমি বাংলাদেশে এসে যত বই পড়েছি, তার মধ্যে মরহূম মাওলানা আহমাদ আলীর ‘আক্বীদায়ে মোহাম্মাদী’ই আমার অন্তর জয় করেছে’। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা-র প্রাক্তন ডি.জি. ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রবীণ প্রফেসর জনাব ডঃ মুঈনুদ্দীন আহমাদ খান ১৯৬১ সালে কৃত স্বীয় পিএইচ-ডি থিসিসে ‘আক্বীদায়ে মোহাম্মাদী’-কে তাঁহার অন্যতম রেফারেন্স বই হিসাবে গ্রহণ করেন (History of the Faraidi Movement P. 41)। মরহূম মাওলানার জীবনীকার খুলনার শেখ আখতার হোসেন বলেন, ‘মাওলানা আহমাদ আলী ছিলেন একজন সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজ সেবক ও সুবক্তা। তাঁর চিন্তাধারা ছিল মানব সেবা। ... তাঁর লেখা প্রবন্ধ ছিল অত্যন্ত উচ্চমানের’। (‘সাহিত্যিক মাওলানা আহমাদ আলী’ লেখকের কথা)। বলা বাহুল্য বইটি ইতিমধ্যে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কর্মী সিলেবাসভুক্ত হয়েছে। ফালিল্লা-হিল হাম্দ।
বহুদিন যাবৎ বইটি বাজারে অপ্রাপ্য থাকায় আমরা বইটির তৃতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছি। আল্লাহপাক মরহূম মাওলানাকে উত্তম জাযা দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র খিদমতটুকু কবুল করুন- আমীন!!
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلي يوم الدين، أما بعد :