সমাজ বিপ্লবের ধারা
খেলাফতে রাশেদার আদর্শ পুনরায় কেন প্রতিষ্ঠিত হ’তে পারেনি?
(لم لم تقم الخلافة الراشدة مرة أخرى)
ছাহাবায়ে কেরামের পর বিভিন্ন কারণে ঐ ধরনের জামা‘আত আর তৈরী হ’তে পারেনি। ফলে প্রকৃত ইসলামী সমাজ পুনরায় কায়েম হয়নি। তার প্রধান কারণ হিসাবে আমরা তিনটি বিষয়কে চিহ্নিত করতে পারি।
১. তাওহীদী আক্বীদা দুর্বলকারী বিভিন্ন অনৈসলামী দর্শনের অনুপ্রবেশ।
২. ঈমান ও আমলের মধ্যে ঐক্যতান শিথিল হওয়া
৩. জাহেলিয়াতের সঙ্গে আপোষকামিতা।