ইনসানে কামেল
তাক্বওয়া সবকিছুর মূল
উপরের আলোচনায় একথা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে, তিনটি হক-এর পূর্ণাঙ্গতার চাবিকাঠি নিহিত রয়েছে তাক্বওয়া বা আল্লাহভীরুতার মধ্যে। যার মধ্যে তাক্বওয়ার পরিমাণ যত বেশী, তিনি ততবেশী পূর্ণাঙ্গ মানুষ বা ‘ইনসানে কামেল’।