ইনসানে কামেল
বন্ধুত্বের উদ্দেশ্য কি এবং বন্ধুত্বের সীমারেখা কি?
জবাব : বন্ধুত্বের উদ্দেশ্য ও লক্ষ্য হ’ল দুনিয়াবী কল্যাণ ও আখেরাতে মুক্তি লাভ। সেকারণ আল্লাহর সন্তুষ্টি লাভই হবে বন্ধুত্ব ও শত্রুতার প্রকৃত মানদন্ড। এতে দুনিয়াবী স্বার্থ ক্ষুণ্ণ হ’লেও তা বরদাশত করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, اَلْحُبُّ فِى اللهِ وَالْبُغْضُ فِى اللهِ ‘...বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, বিদ্বেষও হবে আল্লাহর জন্য’।[1] বন্ধুত্ব ও শত্রুতার একটা সীমারেখা থাকবে, যেখানে কোনরূপ অতিরঞ্জন বা বাড়াবাড়ি থাকবে না। এ বিষয়ে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,أَحْبِبْ حَبِيْبَكَ هَوْناً مَّا عَسَى أنْ يَّكُوْنَ بَغِيْضَكَ يَوْماً مَّا وَأبْغِضْ بَغِيَْضَكَ هَوْنًا مَّا عَسَى أنْ يَّكُوْنَ حَبيْبَكَ يَوْمًا مَّاً- ‘বন্ধুর সাথে স্বাভাবিক বন্ধুত্ব রাখ (বাড়াবাড়ি কর না)। হ’তে পারে সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। অনুরূপভাবে শত্রুর সঙ্গে স্বাভাবিক শত্রুতা রাখ (আধিক্য দেখিয়ো না)। হ’তে পারে সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে।[2][1]. ত্বাবারানী, বাগাভী, মুছান্নাফ প্রভৃতি; মিশকাত হা/৫০১৪; ছহীহাহ হা/৯৯৮।
[2]. ছহীহ তিরমিযী হা/১৬২৫ ‘সৎ কাজ ও সদাচরণ’ অধ্যায়’ অনুচ্ছেদ ৫৯; ছহীহ আদাবুল মুফরাদ হা/১৩২১।
২০. মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৭৯০, ‘যাকাত’ অধ্যায়।