ইনসানে কামেল

‘কামালিয়াত’ রক্ষার উপায়

‘ইনসানে কামেল’ তার ‘কামালিয়াত’ বা পূর্ণতা রক্ষার জন্য সর্বদা দু’টি বিষয়কে অপরিহার্য গণ্য করবেন। (১) নিজের চিন্তা জগতকে সর্বদা আখেরাতমুখী রাখবেন এবং দুনিয়াবী সকল কাজকর্মকে আখেরাতে মুক্তির জন্য পরিচালিত করবেন। (২) সর্বদা সমমনা সত্যবাদী লোকদের সাথে সংঘবদ্ধ থাকবেন। কারণ উত্তম পরিবেশ ব্যতীত উত্তম কোন কিছুই টিকে থাকতে পারে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘ক্বিয়ামতের দিন মানুষ তাদের সাথেই থাকবে, যাদেরকে সে দুনিয়াতে ভালবাসতো’।[1]


[1]. মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫০০৯।