তালাক ও তাহলীল

ইবনু আববাস (রাঃ)-এর রায় পর্যালোচনা

ইবনু আববাস (রাঃ) হ’তে ত্বাঊস প্রমুখাৎ আবুছ ছাহবা বর্ণিত পূর্বে উল্লেখিত হাদীছ আলোচনা শেষে শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) বলেন, একত্রিত তিন তালাক বিষয়ে ইবনু আববাস (রাঃ)-এর দু’টি মত পরিলক্ষিত হয়। এক- তিন তালাকই পতিত হবে। অধিকাংশ বর্ণনা এর পক্ষেই। দুই- একটি মাত্র তালাক পতিত হবে । যেমন ইকরিমার ছহীহ সূত্রে আবুদাঊদ বর্ণনা করেন, إذا قال انتِ طالقٌ ثلاثًا بفَمٍ واحد فهى واحدةً ‘যখন স্বামী এক সাথে বলবে, ‘তোমাকে তিন তালাক’ তখন তা একটি বলে গণ্য হবে’। ইবনু আববাস (রাঃ)-এর শেষোক্ত মতটি গ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব। এ কারণে যে এর পক্ষে ত্বাউস প্রমুখ হ’তে মুসলিম প্রভৃতি গ্রন্থে মরফূ ও ছহীহ হাদীছ  সমূহ বর্ণিত হয়েছে’। আবুদাঊদ বলেন যে, ইবনু আববাস (রাঃ) তাঁর প্রথম মত হ’তে শোষোক্ত মতের দিকে প্রত্যাবর্তন করেছিলেন।[1]


[1].  আলবানী, ইরওয়াউল গালীল ৭/১২১-২২।