জিহাদ ও কিতাল

কুফরের প্রকারভেদ (أنواع الكفر)

উপরোক্ত আলোচনায় বুঝা গেল যে, কুফর দু’প্রকার : (১) বিশ্বাসগত কুফরী (كفر اعتقادى) যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। (২) কর্মগত কুফরী (كفر عملى) যা খারিজ করে দেয় না। তবে সে মহাপাপী হয়, যা তওবা ব্যতীত মাফ হয় না। প্রথমটি বড় কুফর (كفر اكبر) এবং দ্বিতীয়টি ছোট কুফর (كفر اصغر)