ইনসানে কামেল

‘ইনসানিয়াত’ হাছিলের মানদন্ড

হাক্কুল ইবাদ যথাযথভাবে হাছিল করাই হ’ল ইনসানিয়াত হাছিলের মৌলিক মানদন্ড। হাক্কুল ইবাদ আদায়ে যিনি যত বেশী তৎপর, তার ইনসানিয়াত তত বেশী পূর্ণাঙ্গ। সর্বোত্তম ব্যবহার ও সামাজিক আচার-আচরণের মাধ্যমে পস্পরের হৃদয়ের উত্তাপ অনুভূত হয়। মানবতা উচ্চকিত হয়। মানুষ্যত্ব পূর্ণতাপ্রাপ্ত হয়। সেকারণ হাক্কুল ইবাদ আদায় করা দৈনন্দিন ওয়াযীফার চাইতে অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি ফরয ছালাত ছেড়ে দিয়ে চোর ধরার নির্দেশও হাদীছে এসেছে। মা আয়েশা (রাঃ) ছালাতরত অবস্থায় এগিয়ে গিয়ে রাসূলের জন্য ঘরের দরজা খুলে দিয়েছেন।[1]


[1]. আহমাদ, আবু দাঊদ, নাসাঈ, তিরমিযী, সনদ ছহীহ, মিশকাত হা/১০০৫ ‘ছালাত’ অধ্যায়।