হজ্জ ও ওমরাহ

ওমরাহর রুকন (أركان العمرة)

ওমরাহর রুকন (أركان العمرة) ৩টি :
ইহরাম বাঁধা, ত্বাওয়াফ করা ও সাঈ করা।
ওমরাহর ওয়াজিব (واجباة العمرة) ২টি : মীক্বাত হ’তে ইহরাম বাঁধা এবং মাথা মুন্ডন করা অথবা মাথার সমস্ত চুল ছোট করা।
উল্লেখ্য যে, অনেক হাজী ছাহেব মাসজিদুল হারাম হ’তে ৬ কিঃমিঃ উত্তরে ‘মসজিদে আয়েশা’ বা তান‘ঈম মসজিদ থেকে, আবার কেউ ১৬ কিঃমিঃ পূর্বে জি‘ইর্রা-নাহ মসজিদ হ’তে ইহরাম বেঁধে বার বার ওমরাহ করে থাকেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। এ দুই মসজিদের পৃথক কোন গুরুত্ব নেই। এসব স্থান থেকে মক্কায় বসবাসকারীগণ ওমরাহর জন্য ইহরাম বেঁধে থাকেন, মক্কার বাইরের লোকেরা নন।